লিটন-তামিমদের ব্যাটিং নিয়ে চিন্তিত শান্ত
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বড় রান করতে পারেনি বাংলাদেশ। স্পিনাররাও পারেননি আস্থার প্রতিদান দিতে। সবমিলিয়ে ম্যাড়ম্যাড়ে এক ম্যাচ উপহার দিল সাকিব আল হাসানের দল। ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের কাছেও এমন বড় ব্যবধানে হারের জন্য ব্যাটারদের দুষলেন নাজমুল হোসেন শান্ত।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন শান্ত। হারের কারণ জানানোর পাশাপাশি এখনই ভক্তদের নিরাশ না হওয়ার অনুরোধ জানিয়েছে এই ব্যাটার।
হার প্রসঙ্গে বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘আমার মনে হয় আমরা পর্যাপ্ত রান করতে পারিনি। দ্রুত কিছু উইকেট বের করতে পারলে কাজটা সহজ হতো। তবে, তেমনটা হয়নি। সবার আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত। টপ অর্ডারে ব্যাটিং করা সহজ নয়, তবুও ব্যাটারদের আরও সচেতন হওয়া প্রয়োজন।’
টানা দুই হারের পর কি সেমিফাইনালে খেলা স্বপ্ন ফিকে হয়ে গেল বাংলাদেশের? এমন প্রশ্নে শান্তর ভাষ্য, ‘আমাদের পক্ষে কামব্যাক করা সম্ভব। আমরা যদি বোলারদের ভালো সংগ্রহ দিতে পারি, তাহলে তাদের কাজটা সহজ হয়ে যাবে। এই পিচটা ছিল ২৮০-৩০০ রানের। তবে, আমরা সেই স্কোর করতে পারিনি। অবশ্যই আমাদের ভালো খেলতে হবে। একটা ভালো ম্যাচ পুরো দলের পরিবেশ পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট।’
বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে ছন্দময় শুরু করলেও পরপর দুই ম্যাচে খেই হারিয়েছে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর এবার হট ফেবারিট নিউজিল্যান্ডের কাছেও বড় হারের তিক্ত অভিজ্ঞতা পেল সাকিব আল হাসানের দল, যা টুর্নামেন্টে বাংলাদেশের স্বপ্নযাত্রাকে আরও কঠিন করে তুলল।