মির্জা ফখরুলকে ফলের রস খাইয়ে অনশন ভাঙালেন অলি আহমদ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দলটি আজ সারা দেশে অনশন কর্মসূচি পালন করছে। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফলের রস খাইয়ে অনশন ভাঙালেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।
আজ শনিবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর নয়াপল্টনে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে মির্জা ফখরুলের অনশন ভাঙান অলি আহমদ।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতাদেরও ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। এর মধ্য দিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বেলা ১১টায় শুরু হওয়া তিন ঘণ্টার অনশন কর্মসূচি শেষ হয়।