বিশ্বকাপে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে হেরেছে প্রথম দুই ম্যাচে। জয়ের আশায় আগামীকাল সোমবার (১৬ অক্টোবর) অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে তারা। দলের এমন বেহাল অবস্থায় বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। চোটের কারণে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।
আজ রোববার (১৫ অক্টোবর) আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আইসিসি তাদের বিবৃতিতে জানায়, গত ১০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পান শানাকা। পরে পরীক্ষা করে দেখা যায়, চোট গুরুতর। সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে তার।
শানাকার পরিবর্তে লঙ্কান স্কোয়াডে জায়গা পেয়েছেন অলরাউন্ডার চামিকা করুনারত্নে। তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে আইসিসি। করুনারত্নে দলের সঙ্গে ভারতেই আছেন। স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গিয়েছিলেন তিনি।
এবারের বিশ্বকাপে শানাকাসহ চোটে পড়লেন তিনজন অধিনায়ক। গত ১৩ অক্টোবর বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে চোটের শিকার হন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও কিউই অধিনায়ক কেন উইলয়ামসন। ম্যাচে বাঁ পায়ের পেশিতে চোট পান সাকিব। পরীক্ষায় দেখা যায়, তার পেশিতে সমস্যা ধরা পড়েছে, এখনও রিপোর্ট আসেনি। তবে ফিজিও আশা করছেন, ভারতের বিপক্ষে পরের ম্যাচ খেলতে পারবেন তিনি।