আপনার জিজ্ঞাসা
মৃত্যুর পর রুহকে নিয়ে গেলে কবরের আজাবের কথা কেন বলা হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৯৭তম পর্বে তন্ময় জানতে চেয়েছেন, মৃত্যুর পর রুহকে নিয়ে গেলে কবরের আজাবের কথা কেন বলা হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : শুনেছি মৃত্যুর পর রুহকে ইল্লিন ও সিজ্জিনে নিয়ে যাওয়া হয়। যদি রুহ নিয়ে যায় তাহলে কবরের আজাবের কথা কেন বলা হয়?
উত্তর : ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন, মৃত্যুর পর ফেরেশতারা রুহকে ইল্লিন অথবা সিজ্জিনে রাখেন। এই বক্তব্যটি হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাই বলা যায় এটি সহীহ নয়। এটি ধারণামূলক বক্তব্য। মৃত্যুর পর রুহ এর অবস্থান বিভিন্ন রকমের হতে পারে। যদি সত্যিই ইল্লিন ও সিজ্জিনে পাঠানো হয় তাহলে আবার কবরের আজাবের জন্য ফিরিয়ে আনাও হতে পারে। এটি একমাত্র আল্লাহই ভালো জানেন। কবর মানে মৃত ব্যক্তিকে এক প্রকার সম্মান করা। মৃত্যুর পর ব্যক্তিকে আড়াল করা। বারজাখি হায়াতের প্রথম ঠিকানা হলো কবর। এরপর আল্লাহ ওই ব্যক্তিকে কোথায় রাখবেন কীভাবে রাখবেন সেটা আল্লাহই ভালো জানেন।