আর্থারের সেই মন্তব্য নিয়ে মুখ খুলল আইসিসি
চলতি বিশ্বকাপের শুরু থেকেই ছিল দর্শকখরা। সেদিক বিবেচনায় ভারত-পাকিস্তান ম্যাচে দেখা গেছে ভিন্ন চিত্র। এক লাখ ৩২ হাজার ধারণক্ষমতার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। এর প্রায় পুরোটা জুড়ে ছিল ভারতের আধিপত্য। দর্শক উপস্থিতি এভাবে একপেশে হওয়া ভালোভাবে নিতে পারেননি পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার।
সোমবার (১৬ অক্টোবর) এক অনুষ্ঠানে আর্থারের মন্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের কাছে। এই ধরনের টুর্নামেন্টে এমন সমালোচনাকে স্বাভাবিক বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমরা যে ইভেন্টই করি না কেন, বিভিন্ন জনের কাছ থেকে সবসময় সমালোচনা শুনতেই হয়। এসব নিয়েই আমরা এগিয়ে যাব এবং আরও ভালো করার চেষ্টা করব। আমি সন্তুষ্ট যে এটা অসাধারণ বিশ্বকাপ হতে যাচ্ছে।’
টুর্নামেন্টের আগে থেকেই পাকিস্তানিদের ভিসা দেওয়া নিয়ে কঠোর অবস্থানে ছিল ভারত। ফলে মাঠে পাকিস্তানি দর্শক উপস্থিতি আর সবুজ ঢেউয়ের জোয়ার দেখা যায়নি। মিডিয়া সংশ্লিষ্টদের ব্যাপারেও একই কঠোরতা চোখে পড়েছে। দীর্ঘ বিলম্বের পর ৩৫৫টি আবেদন থেকে ৬০ জন সাংবাদিককে ভিসা দেওয়া হয়েছে। এর মধ্যে হাতেগোনা কয়েকজন ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে ছিলেন।
বিষয়টি নিয়ে ম্যাচের পর আর্থার বলেন, ‘দেখুন, এটা প্রভাব ফেলেনি, এই কথা বলা মিথ্যা হবে। আমার কাছে তো এটা আইসিসি ইভেন্ট মনে হয়নি। মনে হয়েছে এটা বুঝি একটা দ্বিপাক্ষিক সিরিজ।’
আর্থারের মন্তব্য নিয়ে বার্কলে সরাসরি মন্তব্য না করলেও আইসিসি সূত্রের খবর, বিষয়টি তারা ভালোভাবে নেননি। আর্থারের মন্তব্য খতিয়ে দেখছেন তারা। বাবর আজ়মদের টিম ডিরেক্টরের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারে আইসিসি।