মেসির প্রতিপক্ষ শৈশবের ক্লাব
লিওনেল মেসির গল্পটা শুরু হয়েছে বার্সেলোনা থেকে। টিস্যু পেপারে মেসিকে সাইন করিয়ে নিউয়েলস ওল্ড বয়েজ থেকে এই আর্জেন্টাইন তারকাকে আনা হয়েছিল। আর্জেন্টাইন এই ক্লাবটি থেকেই ফুটবলে হাতেখড়ি মেসির। ১৯৯৪ সালে ছয় বছর বয়সী মেসি যোগ দেন ক্লাবটির একাডেমিতে। খেলেছেন ২০০০ সাল পর্যন্ত। এরপর বার্সার একাডেমি লা মাসিয়া হয়ে মেসির বিশ্বজয়। তবে, মেসির হৃদয়ে শৈশবের ক্লাবের স্মৃতিটা সবসময়ই অমলিন।
এবার আর্জেন্টিনার রোজারিওর সেই চেনা ক্লাবের বিপক্ষে ফিরছেন মেসি। বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে নিউয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেবেন তিনি। শৈশবের ক্লাবের সঙ্গে মেসির খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল আগেই। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব মায়ামি আগামী মৌসুম শুরুর আগে বেশ কয়েকটি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলবে। যার একটি নিউয়েলসের সঙ্গে। এটি নিশ্চিত করেছে গোল ডটকম।
আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যমতে, নভেম্বরে চীনে দুটি প্রীতি ম্যাচ খেলবে মায়ামি। নিজেদের গ্লোবাল ট্যুরের অংশ হিসেবে আগামী বছর ফেব্রুয়ারিতে নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে তারা। এখনও অবশ্য ম্যাচের তারিখ চূড়ান্ত হয়নি।
সুস্থ থাকলে সে ম্যাচে অংশ নেবেন মেসি। তবে, আর্জেন্টিনায় নয়, ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির মাঠ ডিআরভি পিএনকেতে।