টলিউডে ফিরছেন রাইমা
বলিউডে একের পর এক সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করে চলেছেন অভিনেত্রী রাইমা সেন। টলিউড থেকে বলিউড, বড়পর্দা থেকে ওটিটি সর্বত্রই তার সমান যাতায়াত।
তবে এবার টলিপাড়ায় নতুন খবর শোনা যাচ্ছে—খুব শীঘ্রই আবার বাংলায় কাজ করতে চলেছেন এই অভিনেত্রী। তবে কোনও সিনেমা নয়, একটি ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।
এর আগে বাংলা ওয়েব সিরিজে রাইমাকে দেখেছেন দর্শক। ‘হ্যালো’ এবং ‘রক্তকরবী’ তার মধ্যে অন্যতম।
জানা গেছে, সম্প্রতি রাইমার কাছে নতুন একটি ওয়েব সিরিজের প্রস্তাব গিয়েছে। ‘কলঙ্ক’ নামে এই সিরিজটি তৈরি করছেন সাহানা দত্ত। ‘হইচই’-এর জন্য তৈরি হচ্ছে এই সিরিজটি। লক্ষণীয়, সম্প্রতি, সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মটি একাধিক ওয়েব সিরিজের কথা ঘোষণা করেছে। সেখানে সাহানার বেশ কয়েকটি কনটেন্ট ছিল। যেমন ‘ইন্দু’, ‘গভীর জলের মাছ’ এবং ‘গোরা’ সিরিজের নতুন সিজন।
কিন্তু ‘কলঙ্ক’ নিয়ে নির্মাতারা সেখানে কোনো তথ্য প্রকাশ করেননি। শুধু প্রকাশ্যে এসেছিল সিরিজের পোস্টার। এই সিরিজের জন্যই প্রস্তাব গিয়েছে রাইমার কাছে।
সূত্রের খবর, অভিনেত্রী সম্মতিও জানিয়েছেন প্রস্তাবে। তবে সিরিজের বিষয়বস্তু নিয়ে এখনই কিছু জানা যাচ্ছে না। সাহানার কনটেন্টে নারী স্বাধীনতা বিষয়ক বার্তা থাকে। তাই অনুমান করা যায়, সে রকমই কোনও বিষয় নিয়ে তৈরি হতে পারে এই সিরিজ। পুজোর পর এই সিরিজটির শুটিং শুরু হতে যাচ্ছে।
গত মাসে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইমা।