তামিমের অনুপ্রেরণা কোহলি
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৮ বলে অপরাজিত ৮৩ রানের দুর্দান্ত ইনিংস দিয়ে। আয়ারল্যান্ডের সঙ্গে ভেস্তে যাওয়া ম্যাচে ২৬ বলে ৪৭ রানের আরেকটি বিস্ফোরক ইনিংস। তামিম ইকবাল সত্যিই এখন দারুণ ছন্দে। এমন দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য কী? রহস্য নয়, তামিম জানিয়েছেন তাঁর অনুপ্রেরণার কথা। বাংলাদেশের তারকা ওপেনার অনুপ্রেরণা খুঁজে পান ভারতের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির কাছ থেকে।
শুধু ভারতের নয়, অনেকের মতে কোহলি এ মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান। তামিমেরও তেমনই ধারণা। কোহলির প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ তিনি, “কয়েক দিন আগে কোহলির একটা সাক্ষাৎকার দেখেছিলাম। সেখানে তিনি বলেছিলেন, ‘আমি বিগ হিটার নই। ক্রিস গেইলের মতো পেশিশক্তি আমার নেই। তাই ম্যাচের প্রথম বল থেকে ছক্কা মারার ক্ষমতাও নেই। সে জন্য আমি সঠিক ক্রিকেট শট খেলারই সিদ্ধান্ত নিয়েছি। টেস্ট ক্রিকেটেও আমি একই পদ্ধতি অনুসরণ করি।’ এটা আমার জন্য দারুণ এক শিক্ষা। মনে রাখবেন, টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির ব্যাটিং গড় ৫০-এর ওপরে। এটা সত্যিই বিশাল ব্যাপার।”
কোহলির মতো এবি ডি ভিলিয়ার্সও রাতের ঘুম কেড়ে নিচ্ছেন প্রতিপক্ষের। অসাধারণ উদ্ভাবনী ক্ষমতার প্রয়োগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আজ বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তামিম কিন্তু দুজনের মধ্যে কোহলিকেই এগিয়ে রাখছেন, ‘কোহলিকে বলা যেতে পারে সনাতন পদ্ধতির ব্যাটসম্যান। অন্যদিকে ডি ভিলিয়ার্স কোনো ব্যাকরণ না মেনে প্রতিপক্ষকে ধ্বংস করতেই বেশি আগ্রহী। তবে দুজনের মধ্যে একজনকে পছন্দ করতে হলে আমি কোহলিকেই পছন্দ করব।’