জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, সাতক্ষীরায় শোভাযাত্রা
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ (২২ অক্টোবর)। সপ্তমবারের মতো জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হচ্ছে এবার। ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে এই দিবস। এ উপলক্ষে সাতক্ষীরায় শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে আজ সকালে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসশকের কার্যালয়ে থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশালী এ কে এম শফিকুজ্জামান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জয়ন্ত কুমার সরকার, নিরাপদ সড়ক সাতক্ষীরার সভাপতি দিদারুল ইসলাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক শ্যামল কুমার। আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক কে এম মাহাবুব কবির।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, ম্যাকানিক্যাল অ্যাসিসটেন্ট ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী সাইফুল ইসলাম ও সিল ম্যাকানিক শেখ আমিনুর হোসেন প্রমুখ।
সড়ক দুর্ঘটনারোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। নিসচার পক্ষ থেকে প্রতিবছর ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের দাবি জানানো হয়। ২০১৭ সালে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দেওয়া হয়।