বিএনপির নেতাকর্মীরা জমি বিক্রি করে সরকার পতনের আন্দোলন করছে : মির্জা আজম
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, ‘বিএনপির কেন্দ্রীয় নেতারা কয়েক বছর ধরে বিএনপির নেতাকর্মীদের খুব উৎসাহ দিয়েছে এবার তারা ক্ষমতায় যাবেই। আর ক্ষমতায় গেলেই তোমরা যে যেভাবে আছ সবাই লুটপাট করে খাবা। তাই অনেক বিএনপির নেতাকর্মী সেই মোহে পড়ে জমি-জমা বিক্রি করে সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করছে।’ আজ রোববার (২২ অক্টোবর) দুপুরে জামালপুরের মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আজম বলেন, ‘বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্ত করে শেখ হাসিনাকে হত্যা করতে চায়। ক্ষমতাচ্যুত করতে চায়। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। এবারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ যদি হয়ে যায়, তাহলে বিএনপি থাকবে না। তাই তারা কোনো না কোনোভাবে নির্বাচন ঠেকাতে চায়। কারণ তারা জানে নির্বাচন হলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন।’
মির্জা আজম আরও বলেন, ‘কোনো কারণে আগামী ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে শেখ হাসিনার যদি পতন না ঘটে তাহলে থানা থেকে জেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের দিগম্বর করে ছাড়বে।’
মির্জা আজম আরও বলেন, বিএনপি আগামী ২৮ অক্টোবর ঢাকায় ১০ লাখ লোক জমায়েত করবে, আমরাও ১০ লাখ লোক জমায়েত করব। যেকোনো শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি বিএনপি পালন করবে, কিন্তু ২০১৪ ও ১৮ সালের মতো যদি কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করে তার দাঁতভাঙা জবাব ঢাকা শহরে ঢাকার মানুষ দিয়ে দেবে।
মাদারগঞ্জের বালিজুরি এস এম ফাজিল মাদ্রাসা মাঠে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সভাপতিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা পরিষদ।
মতবিনিময় সভায় মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌর মেয়র ছানোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।