সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ : আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘প্রায় ৯০ শতাংশ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এটি বিশ্বের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জল দৃষ্টান্ত।’
রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন শেষে আইজিপি এসব কথা বলেন।
পুলিশপ্রধান বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিসর্জনের মধ্য দিয়ে উৎসবটি নিরাপদে শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কোনো দুর্বৃত্ত যাতে কোনো সময়, বিশেষ করে শেষ রাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আইজিপি।
পরে পুলিশ মহাপরিদর্শক স্বামীবাগ রোডের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।