আ.লীগ ও বিএনপির সমাবেশের দুটি বিকল্প স্থানের নাম চেয়েছে পুলিশ
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে আওয়ামী লীগ এবং বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে দুটি দলকেই তাদের সমাবেশস্থলের দুটি করে বিকল্প স্থানের নাম দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এ প্রসঙ্গে রাজধানীর পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া এনটিভি অনলাইনকে জানান, তিনি এ সম্পর্কিত দুটি চিঠি বিএনপি ও আওয়ামী লীগকে পৌঁছে দিয়েছেন।
বিএনপির প্রতি ডিএমপির লেখা চিঠিতে উল্লেখ করা হয়, জননিরাপত্তার কারণে যদি নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে সমাবেশের দুটো বিকল্প স্থানের নাম জানানোর অনুরোধ করা হচ্ছে।
আওয়ামী লীগের প্রতি লেখা চিঠিতে ডিএমপি উল্লেখ করে, জননিরাপত্তার কারণে যদি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে সমাবেশের দুটো বিকল্প স্থানের নাম জানানোর অনুরোধ করা হচ্ছে।