নিঃশর্ত ক্ষমা চাইবেন দুই মন্ত্রী : আইনজীবী
প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় আপিল বিভাগের কাছে দুই মন্ত্রী নিঃশর্ত ক্ষমা চাইবেন বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
আজ সোমবার সকালে আবদুল বাসেত মজুমদার বলেন, ‘আজ আমরা লিখিতভাবে সংশ্লিষ্ট শাখায় জবাব দাখিল করব। আগামীকাল মঙ্গলবার আদালত অবমাননার শুনানি হবে।’ তিনি বলেন, লিখিতভাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আদালতের কাছে ক্ষমা চাইতে পারেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাসেত মজুমদার পাল্টা প্রশ্ন করেন, ‘না চেয়ে কি উপায় আছে?’ সময় আবেদন করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটিও আগামীকাল আবেদন করব।’ এ মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন খাদ্যমন্ত্রী।
উচ্চ আদালত নিয়ে মন্তব্য করায় আগামীকাল (১৫ মার্চ) সকাল ৯টায় দুই মন্ত্রীকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেদিন আদালত বলেন, বিচারাধীন বিষয়ে মন্তব্য করা স্বাধীন বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মীর কাসেম আলীর আপিলের রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতির বক্তব্যের সমালোচনা করে গত ৫ মার্চ রাজধানীতে এক সেমিনারে বক্তব্য দেন সরকারের দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হক। প্রধান বিচারপতি তাঁর আসনে থাকতে চাইলে ‘অতিকথন’ বন্ধ করা উচিত বলেও এক মন্ত্রী পরামর্শ দেন।
একই সঙ্গে মীর কাসেম আলীর মামলায় আপিল বিভাগের শুনানিতে প্রধান বিচারপতি যেসব মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে তাঁকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে ওই মামলায় পুনরায় শুনানি করার আহ্বান জানান দুই মন্ত্রী।