কাকরাইল মোড়ে আ.লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ
রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলে প্রায় ১০-১৫ মিনিট।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে যাওয়ার জন্য কাকরাইল মোড়ে এলে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের দুই পক্ষের কিছু লোক আহত হয়েছেন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।