আহত পুলিশ-সাংবাদিকদের দেখতে হাসপাতালে আ.লীগের প্রতিনিধিদল
বিএনপি-পুলিশের সংঘর্ষে আহত পুলিশ ও সাংবাদিকদের দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগের প্রতিনিধিদল। আজ শনিবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান দলটির সদস্যরা। পরে রাত ৯টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন হাসপাতালে যান তারা।
এদিকে, রাজধানীর দৈনিক বাংলা মোড়ে নিহত পুলিশ কনস্টেবল আমিনুল পারভেজের পরিবারের সঙ্গে দেখা করেছে প্রতিনিধিদলটি। পরিবারটির সদস্যদের সান্ত্বনা দেন তারা। একইসঙ্গে পুলিশ সদস্য হত্যার দায়ী ব্যক্তিদের বিচারের আশ্বাস দেন।
প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেসবাউল হক সাচ্চু, আফজালুর রহমান বাবু প্রমুখ।
নানক বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা আন্দোলনের নামে রাজধানীতে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে। দুটি পুলিশ অ্যাম্বুলেন্সে পুড়িয়েছে, হাসপাতালে আগুন দিয়েছে। নয়জন দায়িত্বরত সাংবাদিক বন্ধুদের হামলা চালিয়ে আহত করেছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে।’
নানক বলেন, ‘সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি আমাদের চার নারীনেত্রী। তাদের হামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩০ নেতাকর্মী আহত হয়েছে। এই সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা চলছে, কাউকে ছাড় দেওয়া হবে না।’