টঙ্গীতে বিআরটিসির দোতলা বাসে আগুন
গাজীপুরের টঙ্গীতে বিআরটিসি দোতলা বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। আজ রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে ঢাকাগামী বিআরটিসির দোতলা বাসে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা হরতাল চলাকালে চেরাগআলী মার্কেটের সামনে ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের কিছু অংশ পুড়ে গেছে। বাসটি যাত্রীর জন্য অপেক্ষা করছিল। যাত্রীরা আগুন লাগতে দেখে দ্রুত নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাসের দোতলায় তিন-চারজন যাত্রী ছিলেন। তাদের মধ্য থেকে কেউ হয়তো আগুন দিয়েছে। আমরা তদন্ত করে দেখছি, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ছাড়া সকালে জয়দেবপুর থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা এবং শ্রীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় চারটি গাড়ি ভাঙচুর করা হয়।
অপরদিকে, গাজীপুর শহরের জোড়পুকুর এলাকায় দুপুর ১২টার দিকে হরতালের সমর্থনে রাস্তায় আগুন জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা।