'মেসি, মেসি' স্লোগানে ভক্তদের চুপ করার ইশারা রোনালদোর
আর্লিং হলান্ডকে হারিয়ে ক্যারিয়ারে অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ব্যালন ডি’অরের দৌড়ে এখনও মেসির অন্যতম প্রতিদ্বন্দ্বি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মেসিকে স্পর্শ করাও এখন রোনালদোর জন্য প্রায় অসম্ভব।
মেসির অষ্টম ব্যালন ডি’অর জয়ে ঘুরে ফিরেই আসছে রোনালদোর নাম। এমনকি রোনালদোর ম্যাচ চলাকালে তো ভক্তরা তাকে দেখে মেসি-মেসি স্লোগান দেয়। বরাবরেই মতোই চুপ থাকেননি রোনালদো। ভক্তদের মুখ বন্ধ রাখার আহবান জানান।
গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) ইত্তিফাক এফসির বিপক্ষে ম্যাচে ১-০ গোলে জয় পায় আল নাসের। ম্যাচের একমাত্র গোলটি করেন সাদিও মানে। সেই ম্যাচেই রোনালদো মাঠে নামার সময় তাকে দেখে মেসি-মেসি স্লোগান দিতে থাকে ভক্তরা। যা নজর এড়ায়নি সিআরসেভেনের। রোনালদোর শারীরিক অঙ্গভঙ্গিই বলে দিচ্ছিল, তিনি এটি মোটেও পছন্দ করছেন না।
সাথে সাথেই মুখে হাত দিয়ে ভক্তদের চুপ থাকার কথা বলেন রোনালদো। এরপর হাত নেড়ে তাদের থামতে বলেন। তবে তার এমন প্রতিক্রিয়ায় ফের মেসির নামে স্লোগান দেয় ভক্তরা। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।