এমারেল্ড অয়েলের লভ্যাংশ ঘোষণা, প্রথম প্রান্তিকে আয় বেড়েছে ৫৬৮%
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ রয়েছে। কোম্পানিটি ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরের (জুলাই-জুন) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়া হয়েছে। অবশ্য সমাপ্ত অর্থবছরের জন্য ২৯ দশমিক ৯২ শতাংশ শেয়ার ধারণ করা পূর্ববর্তী পরিচালকরা এই লভ্যাংশ পাবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এমারেল্ড অয়েলের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। ওই অর্থবছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে নেগেটিভ ১০ টাকা ৩৭ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) নেগেটিভ ৩ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর। লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।
একইদিনে চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি। এই প্রান্তিকে ইপিএস বেড়েছে ৫৬৮ শতাংশ। কোম্পানিটির প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আগের অর্থবছরের (২০২২-২০২৩) একই সময়ে ইপিএস হয়েছিল ২২ পয়সা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১ টাকা ২৫ পয়সা বা ৫৬৮ দশমিক ১৮ শতাংশ। ওই সময় এনওসিএফপিএস নেগেটিভ ২১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল নেগেটিভ ৭৭ পয়সা। চলতি অর্থবছরের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে নেগেটিভ ৮ টাকা ৯০ পয়সা।
আয় বেড়েছে জানিয়ে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে এনটিভি অনলাইনকে বলেন, উৎপাদন বাড়ায় এমারেল্ড অয়েলের আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। এতে করে ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরের (জুলাই-জুন) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছি। অবশ্য কোম্পানির ২৯ দশমিক ৯২ শতাংশ শেয়ার ধারণ করা পরিচালকরা এই লভ্যাংশ পাবে না। তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির আয় ভাল হয়েছে। এর কারণ আমরা শতভাগ উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে পেরেছি।