খরচ কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা
সরকারিভাবে হজে যেতে দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সাধারণ প্যাকেজে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা আর বিশেষ হজ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় খরচ গত বছরের চেয়ে ৯২ হাজার ৪৫০ টাকা কম হবে।
সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারিভাবে ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির মাধ্যমে এক লাখ ১৭ হাজার জন।
দ্রুত বিজ্ঞপ্তির মাধ্যমে হজযাত্রীর নিবন্ধন শুরু করা হবে জানিয়ে মো. ফরিদুল হক খান বলেন, ‘আগামী বছরের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের সাধারণ প্যাকেজের মূল্য এবং সুযোগ-সুবিধা সামঞ্জস্যপূর্ণ হবে। প্যাকেজ আপগ্রেডেশনের সুবিধায় অতিরিক্ত অর্থ প্রদান করে মক্কার হোটেলে দুই ও তিন সিটের রুম গ্রহণ করা যাবে। সাধারণ প্যাকেজের ব্যয় গত বছরের চেয়ে ৯২ হাজার ৪৫০ টাকা কম। বিমান ভাড়া দুই হাজার ৯৯৭ টাকা কমিয়ে এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’