পোশাক শ্রমিকদের নিয়ে যা বললেন জাপা সংসদ সদস্যরা
পোশাক শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। এরই মধ্যে একাদশ জাতীয় সংসেদের শেষ অধিবেশনে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বাংলাদেশ শ্রম (সংশোধন) বিলের ওপর আলোচনা করা হয়। এতে অংশ নেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যরাও।
জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘যে শিল্পে কাজ করে একজন শ্রমিক ৩০ দিন খেতে পারেন না, বাচ্চার স্কুলের বেতন দিতে পারেন না, ২০ দিনের মাথায় বেতন শেষ হয়ে যায়, সেই শিল্পের বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে।’
জাপার সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, ‘পোশাকশ্রমিকেরা অনেক দুর্ঘটনার শিকার হন। কিন্তু মালিকপক্ষ সেভাবে যত্নশীল নয়। বাচ্চাদের জন্য ডে-কেয়ার সেন্টার নেই। হাসপাতাল নেই। বেতন–ভাতা কম। অনেক সমস্যায় জর্জরিত শ্রমিকেরা। এ দিকটা খেয়াল করা দরকার। মালিকেরা টাকার পাহাড় গড়বে আর শ্রমিকেরা প্রয়োজনমতো অর্থ পাবেন না, তা মানবিক নয়।’
রওশন আরা মান্নান বলেন, ‘কিছু কিছু গার্মেন্টস মালিকের অনেক টাকা, তারা বিদেশে বাড়ি-গাড়ি করেছেন। শ্রমিকদের অনেক কষ্ট, তাদের সুযোগ-সুবিধা বাড়ালে তাঁদের ফুরাবে না।’
জাপার সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, ‘আজকে গার্মেন্টস শিল্প খুব মুশকিলে আছে। সারা দিন কাজ করে নিজের খরচটুকু উপার্জন করা না গেলে, সেই কাজটার সার্থকতা থাকে না। সেটা জোর করে কাজ করার শামিল হয়। এদিকে সরকার ও গার্মেন্টস মালিকদের দৃষ্টি দেওয়া উচিত।’