অবরোধের সমর্থনে ঢাবির নয় ফটকে ছাত্রদলের তালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক ভবনসহ মোট নয়টি ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (৫ নভেম্বর) ভোরে সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির সমর্থনেই এসব ভবনে তালা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ছাত্রদলের ঢাবি শাখা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, ‘অবরোধ কর্মসূচি সফল করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ১০টি টিম যৌথভাবে কাজ করেছে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ফটক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, চারুকলা অনুষদ, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুই ফটক, শারীরিক শিক্ষা কেন্দ্র এবং মোকাররম ভবনের ফটকে তালা ঝুলিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
তালাবদ্ধ ফটকগুলোতে ব্যানারে লেখা ছিল, ‘দেশ রক্ষার অবরোধ সফল হোক’; ‘অবরোধ, অবরোধ, অবরোধ’; ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ ও ‘দেশ বাঁচাতে অবরোধ’ প্রভৃতি।
বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও ছাত্রলীগের নেতাকর্মীরা আজ রোববার সকালে এসব তালা ভেঙে ফেলেন এবং ব্যানারগুলো ছিঁড়ে ফেলেন জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, ‘দেশ বাঁচানো, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়েছে।’
খোরশেদ আলম সোহেল বলেন, ‘ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থীরা দেশ রক্ষার এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু আওয়ামীপন্থি শিক্ষক জোরপূর্বক শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা দিতে বাধ্য করছেন। তাই, শিক্ষার্থীদের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল গেটগুলোতে তালা ঝোলানোর কর্মসূচি পালন করে।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা দেশ বাঁচানোর আন্দোলনকে সমর্থন করে। ক্যাম্পাসে আমরা অবরোধ কর্মসূচি পালন করছি। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আমাদের আন্দোলনে সমর্থন জানাবে বলে আমরা বিশ্বাস করি।’
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়েছিল ছাত্রদল।