ময়মনসিংহে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল
বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধীদলগুলোর দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিন আজ রোববার (৫ নভেম্বর)। দুদিনের এই অবরোধ কর্মসূচির সমর্থনে ময়মনসিংহে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে, নগরীর প্রধান প্রধান পয়েন্টে অবস্থান করছে পুলিশ। সতর্ক অবস্থানে রয়েছে তারা।
মহানগরীর বলাশপুরে আজ সকালে মিছিল করে যুবদল। নগরীর মরাখোলা এলাকায় ঝটিকা মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ ছাড়া নগরীর ময়না মোড়ে মিছিল করে মহানগর ছাত্রদল ও আকুয়া বাইপাস এলাকায় শ্রমিকদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, জ্যেষ্ঠ সহসভাপতি রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম উজ্জ্বল, মহানগর স্বেচ্ছাসবক দলের সদস্য সচিব জি এস মাহাবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুরাদ ও আবু সাইদ জেলা মোহনের নেতৃত্বে এসব মিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে, অবরোধের কারণে ময়মনসিংহ থেকে ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে স্বল্পসংখ্যক বাস ছেড়ে গেছে। তবে, যাত্রীর সংখ্যা ছিল হাতেগোনা। ট্রাকসহ পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিনের মতো সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিক অটোরিকশা চলছে।