আমি কী আজকের পরিস্থিতিতে দাঁড়ানোর জন্য যুদ্ধ করেছি
রাজধানীর নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেটের যাত্রী ছাউনির সামনে মিরপুর সুপার লিংক নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশিদুল আলম এই আদেশ দেন। এর আগে আজ দুপুরে ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বিএনপি নেতা শাহজাহান ওমরকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় তার আইজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
শুনানির সময় আদালতের অনুমতি নিয়ে ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ‘আমি দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। আমি কী আজকের পরিস্থিতিতে দাঁড়ানোর জন্য যুদ্ধ করেছি। আমি নিজেই আমার জামিনদার হতে চাই। আপনি যে শর্ত দেবেন তা মানব। আমি আমার জামিন চাই।’
ব্যারিস্টার শাহজাহান ওমর আরও বলেন, ‘আমি তো ক্রিমিনাল না। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী। আমার আগে তো কোনো ক্রিমিনাল কেস নেই। আমার বয়স ৭৪। এ বয়সে আমার রিমান্ড চায়। আমার ছেলের বয়সীরা রিমান্ডে নিয়ে মানসিকভাবে হেনস্তা করতে চায়। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে।’
এরপরে বিচারক শুনানি শেষে চার দিনের রিমান্ডের আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গতকাল ৪ নভেম্বর সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেটস্থ যাত্রী ছাউনির সামনে মিরপুর সুপার লিংক নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়। এ ঘটনায় বাসচালক বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি করেন।