ময়মনসিংহে অবরোধের সমর্থনে মিছিল
বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলোর দ্বিতীয় দফায় ডাকা দুদিনের অবরোধ কর্মসূচির শেষ দিন আজ সোমবার (৬ নভেম্বর)। এই অবরোধ কর্মসূচির সমর্থনে ময়মনসিংহে মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নেতাকর্মীরা। আজ সকালে শহরের কাঠগলা বাজার এলাকায় মহানগর যুবদলের আহ্বায়কের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। তবে, মিছিলের একপর্যায়ে পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আলাল নামেএকজনকে আটক করে পুলিশ।
এদিকে, অবরোধকে ঘিরে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতয়েন রয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে তারা। তবে, এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দ্বিতীয় দফার অবরোধের শেষ দিনেও এখন পর্যন্ত ময়মনসিংহ থেকে দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। যাত্রী সংকটের জন্য বাস ছাড়া হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে, ট্রাকসহ পণ্যবাহী যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে, সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার আধিপত্য ছিল চোখে পড়ার মতো।
প্রতিদিনের মতো আজও জেলা বিএনপির আফিস ছিল তালাবদ্ধ। কোনো নেতাকর্মীকে দলীয় অফিসের আশেপাশে দেখা যায়নি।