বৃহত্তম ভাসমান সেতুতে একদিন
যশোর জেলার রাজাগঞ্জে অবস্থিত সুন্দর এক বাওড়, যার নাম ঝাপা বাওড়। এই ঝাপা বাওড়ের উপরেই অবস্থিত বাংলাদেশের সর্ব বৃহৎ ভাসমান সেতু। দুই পাশের দুই গ্রামের যাতায়াত ও জীবন ব্যবস্থাকে সহজ করতে এক দল যুবকের উদ্যোগে মূলত ১৩০০ ফুট দীর্ঘ এই সেতু তৈরী হয়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বাওড়টি এবং এর স্বচ্ছ পানি আপনাকে মুগ্ধ করবে।
যেভাবে যাবেন -
যশোর বাস টার্মিনাল থেকে রাজাগঞ্জ গামী বাস থাকে সকাল ১০:২৫ থেকে, আপনারা বাসে যেতে চাইলে সময় মতো যেয়ে বাস ধরতে পারবেন। বাস যোগে গেলে খরচ কম হবে। তাছাড়া অটো ভাড়া করে নিজেদের মতো করেও যেতে পারবেন। একদম রাজাগঞ্জ বাজারেই বাস থামবে। বাসে সময় লাগবে সব মিলিয়ে ১ ঘন্টা বাস থেকে নেমে একদম সামনেই দেখতে পাবেন ঝাপা বাওড়। মাত্র ৫ মিনিট হেঁটে সেতু পর্যন্ত পৌঁছে যাবেন।
ব্রিজের সামনে থেকে জন প্রতি ১০ টাকা করে টিকেট সংগ্রহ করতে হবে।
বিনোদনের ব্যবস্থা
সেতুর অপর পাশে ছোট মেলা আছে যেটি বছরের সব সময়ই থাকে, সেখানে বিভিন্ন ধরণের বিনোদনের ব্যবস্থা আছে। ছোট ছোট খাবারের দোকান ও পাওয়া যায়। তাছাড়া নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে। ঘন্টা হিসাবে চুক্তি করে ঘুরে দেখতে পারেন বাওড় ও এর দুই পাশের গ্রামের সৌন্দর্য।
মোট দুই টি সেতু আছে কিছুটা দূরত্বের মধ্যে, হেটে অথবা নৌকাতে করে সেখানে যেতে পারবেন। এছাড়া ভ্যান ও অটো তে করেও যাওয়া যায়।
রাজগঞ্জ বাওড়ে যাওয়ার পথে অনেক গুলো খাবারের ক্যাফে দেখতে পাবেন, সকালের নাস্তা অথবা দুপুরের খাবার যেকোনো একটিতে সেরে নিতে পারবেন।
সেতুর উপর দাড়িয়ে উপরে খোলা নীল আকাশ, চারিদিকে বাওড়ের সৌন্দর্য ও ঠাণ্ডা বাসাতে যে কেও মুগ্ধ হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যেই পরিবার অথবা বন্ধু - বান্ধব নিয়ে ঘুরে আসতে পারবেন এখানে।