শেয়ার প্রতি ৪৮ টাকা লোকসান গুনছে ফাস ফাইন্যান্স
শেয়ার প্রতি ৪৭ টাকা ৮৪ পয়সা লোকসান গুনছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। ২০২২ সমাপ্ত বছরের (জানুয়ারী-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি এই তথ্য প্রকাশ করেছে। আজ সোমবার (৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ও শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) আরও নেগেটিভে তলিয়েছে। ফলে, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২০২২ সালের সমাপ্ত বছরে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৭ টাকা ৮৪ পয়সা। আগের বছরে ২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১৯ টাকা ৯৪ পয়সা। সমাপ্ত বছরে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ নেগেটিভ পাঁচ টাকা ৫৫ পয়সা। আগের অর্থবছরের ছিল নেগেটিভ ৭২ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে নেগেটিভ ৮৬ টাকা ১৪ পয়সা। আগের বছরের ৩০ জুন কোম্পানিটির ছিল নেগেটিভ ৩৩ টাকা ৩২ পয়সা। ঘোষিত জিরো লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।
কোম্পানি সূত্রে জানা যায়, গত চার বছর ধারাবাহিকভাবে বেড়েছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের লোকসান। এতে কোম্পানিটি গত তিন বছর লভ্যাংশ দেয়নি। সেই ধারায় এবারেও লভ্যাংশ দেবে না কোম্পানিটি। গত ২০১৯ সালে শেয়ার প্রতি লোকসান ১০ টাকা ১২ পয়সা, ২০২০ সালে শেয়ার প্রতি লোকসান ১৪ টাকা ৬১ পয়সা এবং ২০২১ সালে শেয়ার প্রতি লোকসান ১৯ টাকা ৯৪ পয়সা। সবশেষ ২০২২ সালে সেই লোকসান দাঁড়িয়েছে শেয়ার প্রতি ৪৭ টাকা ৮৪ পয়সা।