উত্তর গাজায় বিক্রির মতো আটা নেই : জাতিসংঘ
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তর অংশে সমস্ত বেকারি বন্ধ হয়ে গেছে। জ্বালানি, পানি ও আটার সঙ্কটের কারণেই সেগুলো বন্ধ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি সংস্থাটি জানিয়েছে, হামলায় বেশ কয়েকটি বেকারি ক্ষতিগ্রস্তও হয়েছে। খবর আল-জাজিরার।
জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে আজ বুধবার (৮ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যমটি জানিয়ছে, উত্তর গাজার মার্কেটগুলোতে গমের আটা নেই। গত সাত দিনে মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো সেখানে খাদ্য সরবরাহ করতে পারেনি।
দক্ষিণ গাজার তথ্য জানিয়ে জাতিসংঘ বলছে, সেখানে মাত্র নয়টি বেকারি খোলা রয়েছে। সেখান থেকেই শরণার্থী শিবিরগুলোতে রুটি সরবরাহ হচ্ছে। শহরের দক্ষিণে আটা ও জ্বালানি রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে, গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটির আল-শুজাইয়ার পার্শ্ববর্তী এলাকায় বোমা হামলা চালিয়েছে তারা। এতে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আল-শাথি শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় পরিবারসহ ডক্টরস উইথআউট বর্ডাসের (এমএসএফ) এক সদস্য নিহত হয়েছেন। মোহাম্মেদ আল আহেল নামের ওই ব্যক্তির মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। আর অধিকৃত পশ্চিম তীরে গোলাগুলির খবর পাওয়া গেছে। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।