মুস্তাফিজকে খেলাতে শেষ পর্যন্ত দেখা হবে
চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। এবার সুপার টেনের প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমান খেলতে পারবেন কি না, তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে আশার কথা, বাংলাদেশের বোলিংয়ের এই নতুন সেনসেশন চোট থেকে এখন অনেকটাই সেরে উঠেছেন।
কিন্তু বুধবার ইডেনে পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজ মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে এখেনো নিশ্চিত করে কিছুই বলেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কিছুটা ধোয়াশা রেখেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।
মঙ্গলবার কলকাতায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মুস্তাফিজ আগের চেয়ে এখন অনেকটাই সেরে উঠেছে। তবে কাল (বুধবার) পাকিস্তানের বিপক্ষে সে মাঠে নামতে পারবে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের হাতে এখনো সময় আছে, ফিজিওরা দেখছেন, যদি সে পুরোপুরি ফিট হয়, তাহলে সে মাঠে নামতেও পারে।’
গত কয়েকদিন জাতীয় দলের ফিজিওর অধীনে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন মুস্তাফিজ। আশার কথা এই বাঁ-হাতি পেসার এদিন ইডেনে বল হাতে অনুশীলন করেছেন। তাই পাকিস্তানের বিপক্ষে তাঁকে বল হাতে মাঠে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
পাঁজরের ডান পাশে চোটের কারণে ঘরের মাঠে সদ্য-সমাপ্ত এশিয়া কাপের মাঝপথে দল থেকে ছিটকে পড়েছিলেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলার সময় ব্যথা পেয়েছিলেন তিনি। সে ধারবাহিকতায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে তাঁকে একরকম বসেই থাকতে হয়েছে।