পোশাক শিল্পে অস্থিরতা অর্থনীতির জন্য অশনিসংকেত : অ্যাব
পোশাক শ্রমিকদের বিরুদ্ধে সব ধরনের অত্যাচার পরিহার করে ন্যায্য মজুরির যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)। সংগঠনের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে এই দাবি জানায়। তারা বলেন, ‘পোশাকশিল্পে অস্থিরতা বাংলাদেশের অর্থনীতির জন্য অশনিসংকেত।’
বিবৃতিতে আরও বলা হয়, ন্যায্য মজুরির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশি হামলা ও পোশাক শ্রমিক হত্যায় তীব্র নিন্দা, উদ্বেগ ও প্রতিবাদ জানাচ্ছে অ্যাব।
সংগঠনটির নেতারা বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে গার্মেন্টস শিল্পের বিকাশ ঘটেছিল এবং তারই ফলশ্রুতিতে বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত মজবুত হয় আর বর্তমান সরকার উন্নয়নের নামে ভয়াবহ লুটতরাজ চালিয়ে যাচ্ছে।’
রিয়াজুল ইসলাম রিজু ও আলমগীর হাছিন আহমেদ আরও বলেন, ‘অসহায় শ্রমিকরা তাদের সরাসরি শ্রমের বিনিময়ে দিনে রাতে মাথার ঘাম পায়ে ফেলে অসম্ভব রকম পরিশ্রম করে দেশের অর্থনীতি চালিয়ে রাখছে। কিন্তু, সরকার এখন অবধি তাদের জীবন মান আর ভবিষ্যৎ নিরাপত্তা ইত্যাদির বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ না করে সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম অসহনীয় পর্যায়ে নিয়ে গেছে।’
অ্যাব নেতারা বলেন, ‘ন্যায্য মজুরির দাবিতে অসহায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে হামলা চালিয়ে একজন নারী শ্রমিককে হত্যা এবং অনেককে আহত করার মাধ্যমে বিরোধীদল দমন পীড়ন ও নিঃশেষ করার ভয়ানক অভ্যাসকে প্রতিফলন করছে, এই সরকার।’