নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয় : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের সেবক। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। আমরা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করছি। আমরা খাদ্য উৎপাদন বাড়িয়ে মানুষের খাবার নিশ্চিত করেছি।
প্রধানমন্ত্রী আজ শনিবার (১১ নভেম্বর) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আমরা দেশের ভূমিহীন সবাইকে ঘর করে দিচ্ছি। দেশে কেউ ভূমিহীন ও ঘর ছাড়া থাকবে না। দেশের মানুষকে আর বিদ্যুতের জন্য কষ্ট করতে হবে না। মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ দেশের জাতীয় গ্রিডে যোগ হলে আমাদের বিদ্যুৎ পরিস্থিতির আরও উন্নতি হবে। ভবিষ্যতে আমরা আরও উন্নয়ন করব।
সমুদ্র সম্পদ কাজে লাগানোর ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা বিশাল সমুদ্রসীমা অর্জন করেছি। বিএনপি নেত্রী খালেদা জিয়াও কিন্তু সমুদ্রসীমা নিয়ে আদায় করতে পারেনি। আমরা এখন এ বিশাল সমুদ্রসীমা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
প্রধানমন্ত্রী বলেন, দেশের জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। খুব শিগগিরই এটা নিয়ন্ত্রণে আসবে। আমরা সেই উদ্যোগ নিয়েছি। একসময় দেশের কারও হাতে মোবাইলফোন ছিল না। এটা আমরা দিয়েছি। এখন এখানেই বসেই বিদেশে থাকা আপনজনকে দেখতে ও কথা বলতে পারছেন। মানুষ যাতে কষ্ট না পায়, সেদিকে খেয়াল রেখেই আমরা কাজ করছি।