ওয়ার্নারকে ফিরিয়ে জুটি ভাঙল বাংলাদেশ
তৃতীয় ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন তাসকিন আহমেদ। আনন্দে ভাসান দর্শকদের। কিন্তু, পরের লম্বা সময় ধরে কেবল হতাশ হতে হয়েছে। ১২ রানে প্রথম ব্যাটারকে হারানো অসিরা দ্বিতীয় উইকেট জুটিতে তোলে ১২০ রান। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ মিলে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান। এই জুটি ভাঙেন পেসার মুস্তাফিজুর রহমান। মিড অনে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওয়ার্নার। আউট হওয়ার আগে খেলেন ৬১ বলে ৫৩ রানের ইনিংস। মার্শের সঙ্গে ক্রিজে আছেন স্টিভেন স্মিথ।
বোলিংয়ে সাদামাটা বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ শনিবার (১১ নভেম্বর) দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। নিজেদের হারিয়ে খোঁজা বাংলাদেশ চলতি আসরে পেয়েছে একমাত্র ৩০০ ছাড়ানো ইনিংসের দেখা। ভারতের ব্যাটিং স্বর্গে সামর্থ্যের অনেকখানিই জানান দিয়েছেন হৃদয়-শান্তরা। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ছুঁড়ে দিয়েছে ৩০৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় অসিরা। তৃতীয় ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন। ১২ রানে ভাঙে অসিদের ওপেনিং জুটি। ১১ বলে ১০ রান করা ট্রাভিস হেডকে বোল্ড করেন তাসকিন। শুরুর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে শতরান পার করেছেন দুই অসি ব্যাটার ওয়ার্নার ও মার্শ। দুজনই ফিফটি করেছেন।
একাদশে তিন পরিবর্তন নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আঙুলের চোটে আগেই ছিটকে গেছেন সাকিব আল হাসান। তার বদলে একাদশে এসেছেন স্পিনার নাসুম আহমেদ। এ ছাড়া, বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। এই দুজনের জায়গায় ফিরেছেন শেখ মেহেদি ও মুস্তাফিজুর রহমান। দুই পেসার নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আলোচনায় থাকা এনামুল হক বিজয়ের জায়গা মেলেনি একাদশে। অন্যদিকে, আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে জেতানো গ্লেন ম্যাক্সওয়েলকে আজ বিশ্রাম দেওয়া হয়েছে। মিচেল স্টার্ককেও আজ রাখেনি অস্ট্রেলিয়া। তাদের জায়গায় ফিরেছেন স্টিভ স্মিথ ও শন অ্যাবট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের বিদায়। সে হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াইটা সাধারণ দৃষ্টিতে গুরুত্ব হারিয়েছে। অথচ পয়েন্ট টেবিলে আটে থাকা বাংলাদেশকে অবস্থান ধরে রাখতে এই ম্যাচের রয়েছে গুরুত্ব। অসিদের হারিয়ে বিজয় অথবা কম ব্যবধানের হার বজায় থাকলে টিকে থাকতে পারে বাংলাদেশের অবস্থান। আর এতে নিশ্চিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ। এমন সমীকরণ মাথায় নিয়ে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। শেষ ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে দেশে ফিরেছেন তিনি। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাজমুল হোসেন শান্ত।