অস্ত্র নিয়ে আ.লীগের মিছিলে কে এই ব্যক্তি!
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে এক ব্যক্তিকে প্রকাশ্যে অস্ত্রহাতে মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে। আজ রোববার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা শহরের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মিছিলে ব্যানার হাতে নারীকর্মীরা পেছনে ছিলেন। তাঁদের অগ্রভাগে শটগান হাতে হাঁটছিলেন ওই ব্যক্তি।
বিএনপির ‘নৈরাজ্য’ ও একটি দৈনিকে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুস সালামকে নিয়ে ‘নেতিবাচক’ সংবাদ প্রকাশের প্রতিবাদে এই মিছিল বের করা হয়।
মিছিলে অংশ নেওয়া কিছু কর্মীর হাতে সাংবাদিকদের বিরুদ্ধে নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে। একটি প্ল্যাকার্ডের লেখা ছিল, ‘বঙ্গবন্ধুর বাংলায় হলুদ সাংবাদিকের ঠাঁই নাই’, অপর একটি প্ল্যাকার্ডে লেখা ছিল ‘দালালি নয় সৎ পেশাদার সাংবাদিক চাই’।
এ বিষয়ে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান জানান, অস্ত্রটি লাইসেন্স করা। লাইসেন্স করা অস্ত্রহাতে ওই ব্যক্তি মেজর জেনারেল (অব.) আবদুস সালামের সাবেক গানম্যান কামনরুজ্জামান। তিনি বর্তমানে তার মেয়ের জামাই জাহিদ হাসান প্রীতমের গানম্যান হিসেবে কর্মরত। তার বাড়ি বাগেরহাটের কুমারখালীতে।
আমিনুল ইসলাম শাহান আরও জানান, মূল মিছিলের অগ্রভাগে ছিলেন মেজর জেনারেল (অব.) আবদুস সালাম। তবে আওয়ামী লীগের নারীকর্মীদের মিছিলের নেতৃত্বে মেজর জেনারেল (অব.) আবদুস সালাম ছিলেন না। তাঁর মেয়ে ওয়াহিদা হোসেন ও তাঁর স্বামী ব্যবসায়ী জাহিদ হাসান প্রীতম মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জমানের কাছে এ বিষয়ে বলেন, ওই ব্যক্তি প্রকাশ্যে অস্ত্র বহন করে অস্ত্রের লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছেন। তাঁর বিষয়ে তদন্ত চলছে। নেওয়া হবে আইনি ব্যবস্থাও।