ভূমধ্যসাগরে মার্কিন বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল পাঁচ সেনার
ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসেবে রিফুয়েলিং করার সময় সেটি দুর্ঘটনার শিকার হয়। তবে, কোথায় দুর্ঘটনাটি ঘটেছে নির্দিষ্ট করে কিছু জানায়নি তারা। এমনকি, কোনো হেলিকপ্টার এবং কোথা থেকে সেটি উড্ডয়ন করা হয়েছিল তাও জানায়নি সামরিক বাহিনী।
হেলিকপ্টার বিধ্বস্তে সেনা নিহতের ঘটনায় শোক জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘দেশের জন্য প্রতিনিয়ত সেনারা নিজেদের জীবন বাজি রাখছে। নিহত সমস্ত যোদ্ধাদের পরিবারের জন্য আমরা প্রার্থনা করি।’
বিবিসি জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ভূমধ্যসাগরে তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সবশেষ দুমাসে ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরী ও যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। বিশেষ করে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহকে হামাস-ইসরায়েল যুদ্ধে যোগ দিতে বাধা দিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।