উচ্চ পদে থাকলে দায় এড়ানো যায় না : অর্থমন্ত্রী
ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলামকে ওএসডি করা প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘উচ্চ পদে থাকলে দায় এড়ানো যায় না। যেহেতু তিনি (আসলাম) ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ছিলেন, তাঁর চুরির ঘটনা জানা উচিত ছিল।’
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের পুনর্গঠন প্রয়োজন। ব্যাংকটি এখন স্বাভাবিক অবস্থায় নেই। নতুন গভর্নর যোগ দেওয়ার পর দুই ডেপুটি গভর্নর নিয়োগে সাব কমিটি গঠন করা হবে।’
গভর্নর কাজে যোগ দেওয়ার পর চুরির অর্থ উদ্ধারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী।