মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলচালক নিহত
জয়পুরহাটে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার দুর্গাদহ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত চালকরা হলেন সদর উপজেলার ছাওয়ালপাড়ার মোকছেদ আলীর ছেলে জনি আহমেদ ও পাশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার রসুলপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে ছামিউল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, জনি একজন মোটরসাইকেল মেকার। তিনি দুর্গাদহ বাজারে মোটরসাইকেল মেরামতের ওয়ার্কশপে কাজ করতেন। আজ সকাল ১১টার দিকে তিনি সদরের ভাদসা এলাকা থেকে মোটরসাইকেলযোগে দ্রুত দুর্গাদহ বাজারের ওয়ার্কশপের উদ্দেশে রওনা হন। তিনি দুর্গাদহ বাজারের কাছে পৌঁছালে সামনের দিক থেকে আসা ছামিউলের দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই মোটরসাইকেলের চালক জনি ও ছামিউল গুরুতর আহত হয়। স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করে দ্রুত আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে গুরুতর আহত ছামিউলের অবস্থার অবনতি ঘটায় তাঁকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।