৪৮ ঘণ্টা হরতালের ডাক এলডিপির
পঞ্চম দফার অবরোধ চলাকালে এবার হরতালের ডাক দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আগামী রোববার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টা সর্বাত্মক হরতাল পালন করবে দলটি। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে এই হরতাল কর্মসূচি পালন করার জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ। অন্যদিকে, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে অর্ধদিবস হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। একই কারণে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল করছে গণতন্ত্র মঞ্চ। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে। এরইমধ্যে আগামী রোববার (১৯ নভেম্বর) থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিল এলডিপি।