নির্বাচন প্রভাবিত হয় এমন কিছু করব না : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তফসিল ঘোষণার পর সবকিছুই এখন নির্বাচন কমিশনের অধীনে। সরকার শুধু রুটিন কাজ চালিয়ে যাবে। পলিসিগত বা নীতিনির্ধারণী কোনো সিদ্ধান্ত নেবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রয়োজন হলে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেবে। তিনি বলেন, ‘নির্বাচন প্রভাবিত হয় এমন কোনো কাজ আমরা করব না।’
সচিবালয়ে নিজ দপ্তরে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘সরকারি কর্মকর্তারা প্রতিদিনের কার্যক্রম করবেন। নতুন করে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না এবং পলিসিগত কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। আইন হবে না, কারণ সংসদ বসবে না। নতুন করে কোনো উন্নয়ন কাজের উদ্বোধনও হবে না।’