বিশ্বকাপ ফাইনালে টসে জিতে বোলিংয়ে অস্ট্রেলিয়া
বিশ্বকাপ ফাইনালের মহারণ আজ রোববার (১৯ নভেম্বর)। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। স্বাগতিক ভারতের লক্ষ্য তৃতীয় শিরোপা জয়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ষষ্ঠ শিরোপা জেতার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উত্তেজনায় ঠাসা ফাইনালে টস জিতে বোলিং বেছে নিয়েছে অস্ট্রেলিয়া।
অসি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘ফাইনালের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। ভারতের দর্শকরা আমাদের জন্য বড় ফ্যাক্টর হবে। একতরফা সমর্থন পাবে ওরা। কিন্তু, এটি ফাইনাল। আমরা চাপ সামলে খেলতে জানি। আমাদের লক্ষ্য থাকবে দ্রুত উইকেট নিয়ে যতটা সম্ভব ভারতকে অল্পতে আটকানো। সেরা হতে হলে সব বিভাগেই আপনাকে সর্বোচ্চ দিয়ে খেলতে হবে। মাঠ, দর্শক, চ্যালেঞ্জ—এসব সামলেই সেরা হতে হবে।’
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘চমৎকার একটি লড়াই হতে চলেছে। দুদলই জানে কীভাবে জানতে হয়। কীভাবে একটি দল হয়ে খেলতে হয়। অস্ট্রেলিয়া সর্বশেষ আট ম্যাচে অপরাজিত। তবে, প্রতিপক্ষ কেমন খেলছে, তা নিয়ে ভাবার অবকাশ নেই। আমরা নিজেদের সেরাটা নিয়ে ভাবছি। এটি ফাইনাল। প্রথম ম্যাচ থেকেই চাপ সামলে এসেছি। আমরা জানি আমাদের করণীয় সম্পর্কে।’