যে একাদশ নিয়ে শিরোপার লড়াইয়ে ভারত-অস্ট্রেলিয়া
টান টান উত্তেজনায় ঠাসা বিশ্বকাপের ফাইনাল আজ রোববার (১৯ নভেম্বর)। বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অসিরা। স্বাগতিক ভারতের লক্ষ্য তৃতীয় শিরোপা জয়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ষষ্ঠ শিরোপা জেতার। এমন ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নেমেছে দুদল।
ভারত
সেমিফাইনালের একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত। আনেনি কোনো পরিবর্তন। টানা ১০ ম্যাচ জয়ী ভারতের সামনে সুযোগ আছে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার। সেমিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত ছিল ভারত। পুরো আসরের মতো এ ম্যাচেও ছয় ব্যাটার ও পাঁচ বোলার নিয়ে মাঠে নেমেছে ভারত। তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার। ব্যাটিংয়ে রোহিত শর্মার সঙ্গে শুরু করবেন শুভমান গিল।
অস্ট্রেলিয়া
ষষ্ঠ শিরোপার জয়ের আশায় অস্ট্রেলিয়াও নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও একই দলের ওপর ভরসা রাখছে অসি টিম কর্তৃপক্ষ। তারাও নেমেছে ছয় ব্যাটার ও পাঁচ বোলার নিয়ে। তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার। বল হাতে নতুন বলে শুরুটা বরবেন মিচেল স্টার্ক।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার একাদশ
প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।