রাজধানীতে বাসে আগুন
রাজধানীতে একটি বাসে আগুন লেগেছে। আজ রোববার (১৯ নভেম্বর) রাত ৯টা ৫৭ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনে ওই বাসে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ছাড়া গাজীপুরের মিরের বাজারে একটি ট্রাকে ও রাজশাহীর পুঠিয়ায় আরও একটি বাসে আগুনের তথ্য পায় সংস্থাটি। পরে সংশ্লিষ্ট ইউনিট সেখানে আগুন নেভানোর কাজে অংশ নেয়।
বিষয়টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন। তিনি জানান, আজ রাত ৯টা ৫৭ মিনিটে যাত্রাবাড়ী থানার সামনে বাসে আগুন লাগার কথা জানতে পারেন। ঘটনাস্থলে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট পৌছায় ১০টা সাত মিনিটে।
এ ছাড়া গাজীপুরের টঙ্গীর মিরের বাজার গাউছিয়া রোডে আরও একটি ট্রাকে আগুন লাগে। সেখানে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রহরায় কাজ করছে।
রাজশাহীর পুঠিয়ায় ধোপা পাড়া বাজারে একটি বাসে আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস। সেখানে পুঠিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে।