হরতাল সমর্থনে নেত্রকোনায় বিএনপির মিছিল
বিএনপিসহ সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিন আজ সোমবার (২০ নভেম্বর)। হরতাল সমর্থনে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জেলার মদন সড়কের বনুয়াপারা এলাকায় মিছিলটি বের করা হয়।
মিছিলের নেতৃত্বে দেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোরুল হক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী। পরে মিছিলটি মদন বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলকারীরা তফসিল প্রত্যাখান করে বিভিন্ন স্লোগান দেন।
এদিকে, নেত্রকোনায় সড়কগুলোতে গণপরিবহন কম থাকলেও ব্যাটারিচালিত অটোরিকশার দাপট দেখা গেছে। শহরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল থেকে এ পর্যন্ত কোনো দূরপাল্লার বাস জেলা থেকে ছেড়ে যায়নি।