ঝালকাঠিতে অবরোধের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল
ঝালকাঠিতে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। আজ বুধবার (২২ নভেম্বর) সকালে রায়পুর এলাকায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে ঝটিকা মিছিলটি বের করা হয়।
মিছিলে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী।
এ সময় নেতাকর্মীরা নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল বাতিল, বর্তমান সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
পরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়াও রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পিকেটিং করেন বিএনপির নেতাকর্মীরা।
এদিকে, অবরোধ কর্মসূচির কারণে জেলা থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে, লঞ্চ চলাচল স্বাভাকি রয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।