ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে ১০৯৪
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৯৪ ডেঙ্গুরোগী। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এ রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন চার হাজার ১২৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ৫৭৭ জন। এ ছাড়া ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১১১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত তিন লাখ পাঁচ হাজার ৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায় এক লাখ ছয় হাজার ৫২৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে এক লাখ ৯৯ হাজার ২৬৮ জন।