বিশ্বে আজ ঢাকার বায়ুমান সবেচেয়ে ‘বিপজ্জনক’
বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকালে শীর্ষস্থান দখল করেছে ঢাকা। এদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩২৩, যা বাতাসের মান ‘বিপজ্জনক’ নির্দেশ করে।
পাকিস্তানের লাহোর, ভারতের কলকাতা ও দিল্লি যথাক্রমে ৩০৬, ২৮৪ ও ২১৬ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।