৮৫ কোটির ‘ডানকি’র মুক্তির আগেই আয় ১৩২ কোটি টাকা!
১০০ কোটি সঙ্গে সিনেমার লভ্যাংশ, এমন চুক্তি ছাড়া শাহরুখ খান সবশেষ কবে চুক্তিবদ্ধ হয়েছেন; সেটা ভাবতে হবে? ‘জিরো’ ফ্লপের পরও সবশেষ বছরের সবচেয়ে সফল ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার ক্ষেত্রেও এই নিয়মের ব্যত্যয় ঘটাননি কিং খান।
তবে ‘ডানকি’ ক্ষেত্রে শাহরুখ খানের পারিশ্রম আপনাকে বেশ অবাক করবে। বলিউড লাইভ এক প্রতিবেদনে দাবি করছে, সিনেমাটির জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২৮ কোটি রুপি।
রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমা আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে। কিন্তু মুক্তির আগেই মোটা অঙ্কের অর্থ আয় করেছে সিনেমাটি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শাহরুখ খান ও পরিচালক হিরানি দুজনেই ‘ডাঙ্কি’ সিনেমার লাভের অংশীদার। ‘জওয়ান’ সিনেমার পথে হেঁটেই নন থিয়েট্রিকাল (ওটিটি বা টেলিভিশন চ্যানেল) স্বত্ত্ব মুক্তির আগেই ১০০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি ৪২ লাখ টাকার বেশি) বিক্রি করেছে। সিনেমাটির টিজার ও গান মুক্তি পেয়েছে। আর তা দেখেই বক্স অফিস বিশ্লেষকরা দাবি করেছেন— সিনেমাটি হাজার কোটি রুপির বেশি আয় করবে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ডাঙ্কি’ সিনেমার বাজেটও কম। গত কয়েক বছরে শাহরুখের সিনেমার বাজেটের হিসাব দেখলেই তা স্পষ্ট। তার অভিনীত ‘জব হ্যারি মেট সেজল’ সিনেমার বাজেট ছিল ৯০ কোটি রুপি। ‘রইস’ সিনেমার বাজেট ছিল ৯০-৯৫ কোটি রুপি। ‘জিরো’ সিনেমার বাজেট ছিল প্রায় ২০০ কোটি রুপি। ‘পাঠান’ নির্মাণে ব্যয় হয়েছে ২৪০ কোটি রুপি এবং ‘জওয়ান’ সিনেমার বাজেট ছিল ৩০০ কোটি রুপি। আর ‘ডাঙ্কি’ সিনেমার বাজেট ৮৫ কোটি রুপি। তবে এই বাজেটের মধ্যে তারকাদের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নেই।
উন্নত জীবনের আশায় তার চার বন্ধু মানু, বগ্গু, বাল্লি ও সুখি পাড়ি দিতে চায় ইউরোপে। এই সিদ্ধান্তই বদলে দেয় তাদের জীবন। সবার স্বপ্নপূরণের ভার নিজের কাঁধে তুলে নেয় হার্ডি। অবৈধ পথে ইউরোপে রওনা দেয় তারা। তাদের এ জার্নির গল্প উঠে আসবে সিনেমায়। ভারতে ডানকি মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর। তার এক দিন আগে মুক্তি পাবে বিশ্বজুড়ে। শাহরুখ ছাড়াও এ সিনেমায় রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, সুনীল গ্রোভার, বোমান ইরানি প্রমুখ।