শেষ আটে মুখোমুখি বার্সেলোনা-আতলেতিকো
স্প্যানিশ লিগের শিরোপা জয়ের লড়াইয়ে বার্সেলোনার প্রধান প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ। এবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের লড়াইয়েও বার্সেলোনাকে লড়তে হবে আতলেতিকোর বিপক্ষে। আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে খেলতে হবে জার্মানির উল্ফসবুর্গের বিপক্ষে।
২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বার্সেলোনাকে। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে গেল কাতালানরা। এবারের মৌসুমের শেষ আটের লড়াইয়ে আবারও মুখোমুখি হতে যাচ্ছে স্পেনের শীর্ষ এই দুই ক্লাব।
জার্মান লিগ শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ পর্তুগিজের শীর্ষ ক্লাব বেনফিকা। শেষ আটের লড়াইয়ে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিকে মাঠে নামতে হবে ফরাসি লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে। ম্যানসিটিকে হারাতে পারলে ১৯৯৫ সালের পর আবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যেতে পারবে পিএসজি। অন্যদিকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে আসা ম্যানসিটিও চাইবে নিজেদের আরো উঁচুতে নিয়ে যেতে।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে ৫ ও ৬ এপ্রিল। দ্বিতীয় লেগের খেলাগুলো হবে ১২ ও ১৩ এপ্রিল।