পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার সারা দেশে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে রয়েছে মেয়েরা। আজ রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছেন মোট ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এর মধ্যে এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ।
এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন। এর মধ্যে ছাত্রী ৪৯ হাজার ৩৬৫ জন এবং ছাত্র ৪৩ হাজার ২৩০ জন।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ছয় লাখ ৮৯ হাজার জন এবং ছয় লাখ ৬৮ হাজার জন ছাত্রী।