বাসে অগ্নিকাণ্ড, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢালী রিমান্ডে
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় পরিস্থান পরিবহণের বাসে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীর তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামি ঢালীকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর পরে তাকে কারাগারে প্রেরণ করলেও সে সময় রিমান্ডে নেওয়া হয়নি।
এজাহারে বলা আছে, চলতি বছরের ২৯ অক্টোবর মোহাম্মদপুর থানা এলাকায় পরিস্থান পরিবহণে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়।