কুমিল্লা-১০ আসনে আ.লীগের হয়ে লড়বেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে কুমিল্লা-১০ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের তার নাম ঘোষণা করেন।
তিনটি উপজেলা নিয়ে কুমিল্লা-১০ আসন গঠিত। সদর দক্ষিণ, লালমাই এবং নাঙ্গলকোট এ তিনটি উপজেলার সমন্বয়ে গঠিত সংসদীয় আসনটিতে। এখানে আ হ ম মুস্তফা কামালের একক আধিপত্য থাকলেও এবারে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মোট সাতজন। তাদের মধ্যে সাংবাদিক নঈম নিজাম, নাঙ্গলকোটের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মনজুরুল ইসলাম ভূইয়া রাফি ছিলেন উল্লেখযোগ্য।
কুমিল্লা-১০ আসনে ১৯৭৩ সালে আওয়ামী লীগের অধ্যক্ষ আবুল কালাম মজুমদার, ১৯৭৯ সালে বিএনপির সৈয়দ হাবিবুল হক, ১৯৮৬ সালে আওয়ামী লীগের অধ্যক্ষ আবুল কালাম মজুমদার, ১৯৯১ সালে জাতীয় পার্টির মনিরুল হক চৌধুরী, ১৯৯৬ সালে আওয়ামী লীগের আ হ ম মুস্তফা কামাল, ২০০১ সালে বিএনপির মনিরুল হক চৌধুরী এবং ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে গত বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সে হিসেবে আগামী বছরের ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। এ নির্বাচন উপলক্ষে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ চূড়ান্ত হয়েছে।
তফসিল ঘোষণার পর ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন বিক্রি করে দলটি। এবার মোট তিন হাজার ৩৬২ মনোনয়নপত্র বিক্রি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরমধ্যে ১২১টি অনলাইনে ও তিন হাজার ২৪১টি মনোনয়নপত্র সরাসরি বিক্রি হয়।
তফসিল অনুযায়ী, নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। এরপর মনোনয়নপত্র বাছাই হবে। ১ থেকে ৪ ডিসেম্বর এই মনোনয়নপত্র বাছাই করা হবে। কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি করা হবে ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর।
অন্যদিকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ও রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণা চালানো যাবে ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনের দুই দিন পূর্ব, অর্থাৎ ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ কেটি ৯৭ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় ৪২ হাজার। মোট দুই লাখ ৬২ হাজার বুথে ভোটগ্রহণ চলবে।