মনোনয়ন পেয়েই ব্যস্ত সময় পার করছেন মাশরাফী
আওয়ামী লীগ থেকে মাশরাফী বিন মোর্ত্তজার দ্বিতীয়বার মনোনয়ন পাওয়া অনেকটাই নিশ্চিত ছিল। আর আজ রোববার (২৬ নভেম্বর) ঘোষণা করা হয় তার নাম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের হয়ে নড়াইল-২ আসন থেকে লড়বেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
আজ বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের সাবেক ক্রিকেটার মাশরাফীর নাম ঘোষণার পরপরই তার কাছে ফোনকল, এসএমএস আসতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়ে।
এমন এক মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন মাশরাফী। মনোনয়ন নিশ্চিতের পর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক ব্যস্ত আছি এই মুহূর্তে। কথা বলারই সুযোগ পাচ্ছি না।’
২০১৮ সালে প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে নড়াইল-২ আসনে জয়লাভ করেছিলেন মাশরাফী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ২০ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন তিনি।
গত বৃহস্পতিবার থেকে টানা তিন দিন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করে। এরপর আজ মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেল ৪টার পর ২৯৮টি আসনের মনোনীতদের নাম ঘোষণা করেন দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওবায়দুল কাদের।